স্টাফ রিপোর্টার : বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের কৃতি সন্তান, বৃহত্তর বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। সহ-সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যালয়ের দাতার পক্ষে বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস। মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি মনোনীত হয়েছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির। অভিভাবক সদস্যরা হলেন: বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের আবদুল গনি সর্দারের ছেলে হারুন অর রশিদ সর্দার, আবদুল খালেকের ছেলে কামাল হোসেন, সৈয়দপুর গ্রামের ডালিয়া নাছরিন, কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী গন্ধবতীর আছমা আক্তার, স্থানীয় ইউপি মেম্বার আবদুল বারিক, বিদ্যুৎসাহী সদস্য পশ্চিম অশ্বথতলার জহিরুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদা আক্তার। কমিটিতে নীতিমালা অনুযায়ী সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান হাবিব। নবগঠিত কমিটির মেয়াদ আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।