স্টাফ রিপোর্টার ।। লালমাইয়ের বাগমারা থেকে নাছিমা আক্তার বেলী (৫০) নামের একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার গ্রামের বাড়ী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তার ভাই লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরুন নবীর ভাড়া বাসা চেঙ্গাহাটাস্থ ৫ তলা ভবনে বসবাস করতেন। গত ২৮ এপ্রিল সকাল অনুমান ৭টায় কাউকে কিছু না বলে তিনি বাসা থেকে বের হয়ে যান। এ ঘটনায় লালমাই থানায় সাধারণ ডায়েরী (নং ৬৮৭, তাং ২৬/০৫/২০২০ইং) করা হয়েছে।
তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অস্পষ্টভাবে কথা বলেন। তার গায়ের রং-শ্যামলা, মুখমুন্ডল-গোলাকার, নিখোঁজের সময় তার পরনে গোলাপি রংয়ের মেক্সি ছিল।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জানলে তার ভাই নুরুন নবী (০১৭২৩-৮২৪৯৯৮)কে জানাবেন
অথবা ওসি, লালমাই থানাকে (০১৭৬৯-৬৯২৩৬০) উল্লেখিত নাম্বারে অবহিত করবেন।