স্টাফ রিপোর্টার ।। আগামী ২০২১ সালে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে স্বরণীয় করে রাখতে জাতীয়করণের লক্ষ্যে বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে একীভূত করে বাগমারা উচ্চ বিদ্যালয় (প্রভাতী ও দিবা) নামে একটি প্রতিষ্ঠানে রুপান্তর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি এমপিকে ডিও লেটার দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ এমপি। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে প্রতিষ্ঠান দুইটি একীভূতকরণ ও জাতীয়করণ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা হয় সেই অনুরোধ নিয়ে গত ২৫ নভেম্বর কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালামের সাথে সাক্ষাত করেন অর্থমন্ত্রীর সহকারি একান্ত সচিব(এপিএস) কে এম সিংহ রতন। এসময় বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোহাম্মদ হাবীবুর রহমান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।