বাগমারায় ২শ ১০ পিচ ইয়াবাসহ আটক-২

213

স্টাফ রিপোর্টার।। লালমাই থানা পুলিশের অভিযানে বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর মৌজার জনৈক আবদুর সাত্তারের বাড়ীর ভাড়া বাসা থেকে ২শ ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৫ পিচ ফুয়েল পেপার ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাত ১১.৪০টায় লালমাই থানার উপ-পরিদর্শক জীবন রায় চৌধুরী সঙ্গীয় এএসআই হারুনুর রশিদ, এএসআই মোজাম্মেল হক ফোর্স নিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন-বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর (হদগড়া) গ্রামের আবদুল মজিদের ছেলে শামীম আহমেদ (২৮) ও তার স্ত্রী রুনা বেগম (২৪)। এঘটনায় জীবন রায় চৌধুরী বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ ধারায় লালমাই থানায় ধৃত ২জন ও পলাতক ২জনের বিরুদ্ধে মামলা রুজু করে। পলাতক আসামীরা হলেন-সৈয়দপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ হাসান (৩৬) ও মোঃ সোহেল (৩৩)। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।