স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৪ লেন উন্নয়ন প্রকল্পের আওতায় লালমাই উপজেলার বাগমারা বাজারে ২ লেনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে পুরোদমে কাজ করছে নির্মাণ শ্রমিকরা। সড়ক উন্নয়নে অধিগ্রহন ব্যতিত হিন্দুদের মন্দিরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা ব্যবহার করার অভিযোগ পেয়ে ২৯ আগস্ট দুপুরে পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম। এসময় তিনি সড়কের পাশ্ববর্তী হিন্দুদের মন্দির রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নির্মাণ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নজর দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের বলেন। পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত ড্রেন দখল করে যারা দোকানঘর বসিয়েছেন পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে নিতে তিনি নির্দেশ দেন। অন্যথায় তিনি উচ্ছেদ অভিযানসহ আইনগত প্রদক্ষেপ নেওয়ারও হুশিয়ারি দেন।
ওই সময় তিনি ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, অধিগ্রহন ব্যতিত ব্যবসায়ীদের কোন জায়গা সড়ক বিভাগ নিবে না। বিষয়টি তিনি দেখবেন। প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়কে জানাবেন।
উল্লেখ্য ২০১৭ সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রচেষ্টায় ‘কুমিল্লা (টমছম ব্রিজ) থেকে নোয়াখালী (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী ৫৯ কিলোমিটার সড়কের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ১৭০ দশমিক ৭৮ কোটি টাকা। তার মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ১ হাজার ১৪০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকাল ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। সড়কের কুমিল্লার অংশে রয়েছে ৪৫ কিলোমিটার এবং নোয়াখালী অংশে রয়েছে ১৪ কিলোমিটার। সড়কটির বর্তমান প্রশস্থতা ৪০ থেকে ৪৫ ফুট। চার লেনে তা ৯০ ফুটে উন্নীত হবে।
এ প্রকল্পের আওতায় লালমাই দক্ষিণ বাজার থেকে লাকসামের ছন্দনা পর্যন্ত ১৭.১০০ কিলোমিটার সড়কের ৪ লেনের উন্নয়ন কাজ প্যাকেজ-২ এর মাধ্যমে সম্পন্ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স ও হাছান টেকনো বিল্ডার্স লিমিটেড। এই অংশের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৩২ কোটি টাকা।
লালমাই উপজেলা অংশের বাগমারা স্কুল পুকুর এলাকা থেকে লালমাই থানা পর্যন্ত ২ কিলোমিটার সড়কে আপাতত ২ লেনের উন্নয়ন কাজ করা হচ্ছে। এরমধ্যে বাগমারা বাজার অংশের ৬শ মিটার সড়ক ঢালাই হবে। বাজার অংশের দুপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনও নির্মাণ করা হবে।