বাগমারায় সড়কের বেহাল দশা

689

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারস্থ অংশে খানাখন্দের কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের।

জানা যায়, আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলমান। টমছম ব্রিজ থেকে লালমাই বাজার অংশে চার লেন উন্নীতকরণের কাজ অনেকটা দৃশ্যমান হলেও লালমাই উপজেলা অংশটিতে চার লেনের কাজ শুরু করতে না পারায় দীর্ঘদিন যাবত এ সড়ক দিয়ে চলাচলকারীরা চরম ভোগান্তিতে রয়েছে। মহাসড়কটির বাগমারা বাজার এলাকায় খানাখন্দের ফলে বর্তমানে যান ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বাজার এলাকাটি লালমাই উপজেলার প্রাণকেন্দ্র হওয়ায় প্রতিদিন’ই উপজেলার হাজারো মানুষের চলাচল করতে হয় এ সড়ক দিয়ে। অন্যদিকে, কুমিল্লা-নোয়াখালী-লক্ষীপুর ও লাকসামের হাজারো মানুষ রাজধানী ঢাকা এবং কুমিল্লা শহরে যাতায়াত করে এ সড়কের উপর দিয়েই।

লালমাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বণিক জানান, দীর্ঘদিন যাবত সড়কের কাজ হবে বলে শুনে আসছি। কিন্তু বাস্তবে কাজ তো দূরের কথা, সড়কটি যান চলাচলের জন্য সাময়িকভাবে সংস্কারও করা হচ্ছে না। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বাগমারাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বলেন, সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যাত্রী ও জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। উত্তরনের জন্য বাগমারা বাজার অংশের উন্নয়ন কাজ দ্রুত গতিতে করতে হবে।
কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্যাহ জানান, খুব শীঘ্রই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই-লাকসাম অংশের কাজ শুরু হবে।