বাগমারায় বসতঘর পুড়ে ছাই

215

গাজী মামুন।। লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলায় (থানা সংলগ্ন) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবুল বাহার নামের একজনের টিনশেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর অনুমান ৩টায় এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বাহারের ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও আলমারিসহ সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর অনুমান ৩টায় বিকট শব্দ হয়ে বাহারের টিনশেট ঘরে আগুন লাগে। ঘটনার আধা ঘন্টার মধ্যেই লালমাই থানা পুলিশের একটি টিম, বাগমারা দক্ষিণ যুবলীগের একটি টিম ও গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে লাকসাম ফায়ার সার্ভিসের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে বাহারের বসতঘর পুড়ে ছাই।

লালমাই থানার উপ-পরিদর্শক বলাই দেবনাথ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে যাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে মনে হয়েছে। আগুনে ভুক্তভোগীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লালমাই প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে আগুন নিয়ন্ত্রনসহ ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা হলেও কম হতো। তাই অত্র উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নিতে মাননীয় অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি।