মোঃ কামাল হোসেন ।। লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের প্রয়াত প্রকৌশলী জ্যোতিষ কুমার সিংহ এর স্ত্রী রেনু বালা সিংহ (৬৫) করোনা উপসর্গ নিয়ে পরলোক গমন করেছেন। ১৯ এপ্রিল দুপুর ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার রাত অনুমান ৯টায় নিহতের মরদেহ কেশনপাড় মহাশ্মশানে স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রেনু বালা সিংহের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার সকালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরে চিকিৎসকদের সিদ্ধান্তে হাসপাতালে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছিল।
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বলেন, করোনা উপসর্গ নিয়ে রেনু বাল সিংহ নামে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে মারা গেছে ।
উল্লেখ্য রেনু বালা সিংহের স্বামী প্রকৌশলী জ্যোতিষ কুমার সিংহ গত বছরের ৪ জুলাই পরলোকগমন করেছেন। তাদের বড় ছেলে কমল বড়ুয়া একজন আবৃতি শিল্পী এবং শ্যামল বড়ুয়া কুমিল্লার একটি দৈনিকে সাংবাদিকতা করেন।