বাগমারায় ইসলামী ব্যাংক’র এটিএম বুথ উদ্বোধন

148

নাফিউ জামান ।। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লাকসাম শাখার চতুর্থ এটিএম বুথ লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে (বাগমারা উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন) স্থাপন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়েছে।

ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থা্পক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের প্রধান মোঃ শহীদুল্লাহ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, ইসলামি ব্যাংক লাকসাম শাখার সিনিয়র অফিসার আবদুল বাতেন, ইসলামি ব্যাংক (এজেন্ট ব্যাংক) বাগমারার স্বত্তাধিকারী মাহমুদুল হাসান প্রমুখ।

ইসলামি ব্যাংক কুমিল্লা জোনের প্রধান মোঃ শহীদুল্লাহ মজুমদার বলেন, এই বুথটি থেকে ইসলামী ব্যাংক ছাড়াও যে কোন ব্যাংকের গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন করতে পারবেন।