বাগমারায় বাস চাপায় গ্রাম পুলিশ নিহত

283
কাজী নিমেলঃ লালমাই উপজেলার বাগমারায় বাস চাপায় গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলা কৃষি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মঙ্গলবার বিকালেই নিহত গ্রাম পুলিশের বাড়িতে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসান মোঃ ফোরকান এলাহি অনুপম। এসময় তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানান।
নিহত রাহুল চন্দ্র সিংহ (৫১) লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের গনিয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অধীনে উপজেলা পরিষদের সামনে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, রাহুল চন্দ্র সিংহ আমার ইউনিয়ন পরিষদের অধীনে উপজেলা কার্যালয়ে ডিউটি করছিলেন। মঙ্গলবার বিকাল অনুমান সাড়ে ৪টায় উপজেলা থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় লক্ষ্মীপুরগামী যাত্রবাহী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
লালমাই থানার উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, ময়নাতদন্ত করতে সম্মত না হওয়ায় নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। ঘটনার পর চাপা দেওয়া বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।