বাকই উত্তর সংবাদদাতা ।। স্বাস্থ্যবিধি মেনে বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর, নুরপুর, কাপাসতলা ও ভাবকপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লালমাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজমুদার।
২২ মে শনিবার দুপুর ১২টায় তিনি হরিশ্চর পশ্চিম বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি নেতাকর্মীদের সুখ দুঃখের কথা শুনেন। কিছু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেন। এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার ও ইউপি মেম্বার বাহার উদ্দিন।
পরে নুরপুর বাজারের ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মিজানুর রহমান মজুমদার। দুপুর ২টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের কাপাসতলাস্থ বাগানবাড়ীতে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ভাইস চেয়ারম্যান। ওই সময় নিজ বক্তব্যে মিজানুর রহমান মজুমদার বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রিয় অভিভাবক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপিকে অনুসরণ করতে হবে। তাহলেই সাফল্য অর্জন করা সম্ভব। বাকই উত্তরে অর্থমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরে মিজান মজুমদার আরো বলেন, আপনারা প্রিয় নেতার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থভাবে আসন্ন বাজেট ঘোষনা করতে পারেন। ইনশাল্লাহ বাকই উত্তরে আরো উন্নয়ন করা হবে।
পরে অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ উপজেলা নেতৃবৃন্দ বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ আইউব আলীর বাড়ীতে দুপুরের খাবার খান এবং উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।