স্টাফ রিপোর্টার ।। বসবাস লালমাই উপজেলায় হলেও বাকই উত্তর ইউনিয়নের ২১ গ্রামের ২৫ সহ¯্রাধিক মানুষকে স্বাস্থ্যসেবার জন্য ছুটতে হয় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রশাসনিক জটিলতায় সৃষ্ট এই জনভোগান্তি দূর করতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপিসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন ভোক্তভোগীরা।
জানা যায়, ৩বছর পূর্বে লালমাই উপজেলায় অর্ন্তগত হলেও বাকই উত্তরের বাসিন্দারা এখনো লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন। ইউনিয়নের জয়শ্রী গ্রামস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একমাত্র মেডিকেল অফিসার ডা: আলমগীর হোসেন লাকসাম স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তক্রমে লাকসাম সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত অন্যরাও লাকসামের নিয়ন্ত্রনে রয়েছেন।
বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী বলেন, বাকই উত্তরের বাসিন্দারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্রটি লালমাই স্বাস্থ্য বিভাগের সাথে অর্ন্তভুক্ত করা প্রয়োজন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম বলেন, বাকই উত্তর ইউনিয়নের স্বাস্থ্য বিভাগ ও জয়শ্রী স্বাস্থ্য কেন্দ্রটি লালমাই স্বাস্থ্য বিভাগে অর্ন্তভুক্ত করতে ইতোমধ্যে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি শীঘ্রই বাকই উত্তরে লালমাইয়ের স্বাস্থ্যসেবা পৌছবে।
কুমিল্লার সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান বলেন, ডিজিতে কাগজপত্র জমা দিয়েছি। প্রশাসনিক বিভাজনের পরই বাকই উত্তরের জনগণ লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য সেবা পাবে।