বরুড়ায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

231

আরাফাত হোসেন ।।  বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৭ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বরুড়া উপজেলা পরিষদ মিলনায়াতনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন,বরুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জালাল উদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সমবায় অফিসার,শ্রমজীবী,পেশাজীবীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান উপস্থাপনা করেন নিশ্চিন্তপুর সমবায় কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ আমীর। এই সময় স্বাগত বক্তব্য রাখেন একতা শ্রমজীবী সমিতির সদস্য মোঃ আঃ সাত্তার মোল্লা,দিয়া সমিতির কর্মকর্তা মোঃ সুমন মিয়া।এই বক্তব্যে সভাপতি বলেন শ্রমজীবীরা সবসময় সমবায়ে প্রশিক্ষন নিয়ে কাজ করতে হবে।শ্রমজীবীরা সকলে আগ্রহ সমবায় অফিসে আসতে হবে, বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করতে হবে।