বরুড়ার কৃষি অফিসার সস্ত্রীক করোনায় আক্রান্ত; অফিস-বাসা লকডাউন

315

বরুড়া প্রতিনিধি ।।  কুমিল্লার বরুড়া উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলায় নতুন করে চান্দিনায় ২ জন ও মুরাদনগরে আরও ১ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত (৫ মে) মোট ৯৮ জন ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, নতুন করে করোনা পজেটিভ ফলাফল আসা ৫ জনের মধ্যে জেলার বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম তার ও তার স্ত্রী রয়েছেন। গত ৩ মে জ্বর সর্দিসহ করোনার লক্ষন পরিলক্ষিত হলে ওই কর্মকর্তা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবারের সদস্যদের নিয়ে আসলে স্বামী-স্ত্রীর নমুনা রাখা হয়। পরীক্ষা শেষে মঙ্গলবার পাওয়া রির্পোর্টে ওই দম্পতির পজেটিভ ফলাফল আসে। অপর ৩ জন আক্রান্তের মধ্যে চান্দিনায় ২ জন এবং মুরাদনগরে ১ জন রয়েছেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নিশাত সুলতানা জানান, করোনার পজেটিভ ফলাফল আসায় আজ নতুন করে ওই পরিবারের আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ওই কৃষি কর্মকর্তার কার্যালয় ও তার অফিস পাড়ার সরকারী কোয়াটার লকডাউন করা হয়েছে।

জেলার করোনা সর্বশেষ আপডেট বিষয়ে সিভিল সার্জন বলেন, মঙ্গলবার (০৫ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৫৫০টি নমুনার মধ্যে দুই হাজার ১৫৪টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ৯৮জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং মারা গেছেন ৪ ব্যক্তি। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা।