স্টাফ রিপোর্টার ।। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে ১২ ডিসেম্বর সকাল ১০.১০টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের অশ্বথতলায় লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর মূরাল ভাঙ্চুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা প্রাঙ্গনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বা ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে জাতির অস্তীত্বকে হুমকির সমুখ্খীন করেছে। আমরা কখনই মাথা নোয়াবার জাতি ছিলাম না। অতীতেও যারা চেষ্টা করেছে, আমাদেরকে পরাহুত করতে পারেনি। আপনারা নিশ্চয় জানবেন, প্রত্যেকেই জেনে আনন্দিত হবেন বিশ্বের সর্বশ্রেষ্ট সংগ্রামী ও অপরাজেয় জাতি হিসেবে আমরা স্বীকৃত। একমাত্র আমরা বাংলাদেশের বাঙ্গালীরাই বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে শোষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সংগ্রাম করে বিজয়ী হয়েছি। সর্বশেষ ১৯৭১সালে সর্বশ্রেষ্ট দৃষ্টান্ত দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ম্যুরালে আঘাত মানে আমাদের ভালবাসা, আমাদের অনুুভূতি, আমাদের দেশকে আঘাত করা। আমরা কোন ভাবেই এই ধরনের ন্যাক্কারজনক, দূরভিসন্ধীমূলক কর্মকান্ডকে সমর্থন করতে পারি না, কখনও করিনি। আজকে থেকে স্পষ্ট প্রত্যয় আমরা আমরা দেখাতে চাই এই বাংলাদেশে বঙ্গবন্ধুর আর্দশের প্রতি বিশ্বাসী প্রত্যেকটা সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশিল সমাজ, সংবাদকর্মীসহ প্রত্যেকটা বাঙ্গালী তার অস্তিত্বের সর্বশেষ নিশ্বাস ও রক্তবিন্দু দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাবে। আমাদের স্বাধীনতাকে সংহত রাখার জন্য, বঙ্গবন্ধুর কৃতিত্ব ও মর্যাদাকে সমুন্নত রাখার জন্য সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা লড়ার জন্য প্রস্তুত আছি। আমরা ঘুমিয়ে যাইনি। আমরা ঘুমাতে জানিনা। আমরা ঘুমাতে যাব না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের গড়নে-গঠনে অবদান রাখার সুযোগ করে দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা। মানববন্ধন ও র্যালীতে অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশারসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা।