বঙ্গবন্ধুকে নিয়ে গল্পবলায় লালমাইয়ের উম্মে সুমাইয়া জেলায় ১ম

221

স্টাফ রিপোর্টার ।। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে নিয়ে গল্পবলায় ১ম হয়েছেন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ গ্রামের উম্মে সুমাইয়া। সে লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব, লালমাই প্রেসক্লাব’র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ সালেহ এবং হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবিনা ইয়াছমিন’র জৈষ্ঠ্য কন্যা। উম্মে সুমাইয়া বর্তমানে কুমিল্লা মর্ডান হাই স্কুলে ১০ম শ্রেণিতে অধ্যায়ন করছে। ১৭ মার্চ বিকালে নগরীর নজরুল ইসস্টিটিউটে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উম্মে সুমাইয়ার হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন। এসময় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।