স্টাফ রিপোর্টার:পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নিয়োগ পাওয়ার পর থেকে শত শত নেতাকর্মী গোলাম সারওয়ার কে ফুলেল শুভেচ্ছা জানান। প্রায় প্রতিদিনই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল নিয়ে বাড়িতে আসছেন। অনেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদে অথবা লালমাই ব্যাডমিন্টন ক্লাবে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
যারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসদুর রহমান ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আয়াত উল্যাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী, লালমাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মাহমুদা আক্তার, লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আকতার হোসেন পারভেজ, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।
এছাড়া লালমাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সকল ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপ-সচিব মো: জেহাদ উদ্দিন স্বাক্ষরিত ১৬ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে (স্বারক নং ৫৩.০০.০০০০.৩১১.১১.০২৮.১৭-২৮৫) পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১১(১)(চ) অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরীতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার কে যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নিয়োগ প্রদান করা হয়েছে।