স্টাফ রিপোর্টার ।। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ উপলক্ষে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডে প্রাইম মেডিকেল সেন্টারের উদ্যোগে ১৪ নভেম্বর দিনব্যাপী ফ্রী ডায়াবেটিস ও হাইপারটেনশন ক্যাম্পিং সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টায় ক্যাম্পিং উদ্বোধন করেন কুসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর রোটা. শাহ আলম মজুমদার ও ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অহিদুর রহমান মজুমদার। প্রাইম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছির আরাফাত এর সঞ্চালনায় ক্যাম্পিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান, রোটা. সাইফুল ইসলাম মিন্টু, আবাদ, এনজিও কর্মী বশির আহমেদপ্রমুখ। ক্যাম্পিংয়ে চিকিৎসা সেবা দেন-ডাঃ মোঃ এহসানুল হক (এমবিবিএস) ও ডাঃ মোঃ আশিকুজ্জামান (এমবিবিএস) । ক্যাম্পিংয়ে প্রায় ২শতাধিক রোগীর ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়।