সংবাদদাতা: প্রাইম ব্যাংক লি: এর ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন মজুমদার (৫৩) গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২ টায় ঢাকাস্থ একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরদিন ১৫ জানুয়ারি বাদ ফজর বাড্ডা বাইতুল জামান মসজিদে ১ম জানাজা ও সকাল ১০ টায় মধ্যম বাড্ডা নিজ বাড়ির সামনে ২য় জানাজা শেষে মরহুমকে ঢাকাস্থ বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের চাঁদকলমিয়া গ্রামের হাজী মমতাজ আর্মির ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ৪ভাই, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী নূরে আফসা মিতু প্রাইম ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত। মেয়ে জাহিন মজুমদার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে ও ছেলে জারিফ মজুমদার ঢাকা আইডিয়াল স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে। মরহুম জাকির হোসেন মজুমদার বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী।
মরহুমের ছোট ভাই জেলা যুবদলের সদস্য ইকবাল মজুমদার তার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।