প্রবাসে ছুটছেন ছাত্রলীগ নেতারা

209

স্টাফ রিপোর্টার ।। উপজেলা প্রতিষ্ঠার ৪বছর শেষ হলেও লালমাই উপজেলা ছাত্রলীগের কোন কমিটি গঠন করা সম্ভব হয়নি। সেকারনে উপজেলা পর্যায়ে ছাত্রলীগের কোন অভিভাবক নেই বললেই চলে। ইউনিয়ন কমিটিগুলোও মেয়াদ উত্তীর্ণ। টানা ৬/৭ বছর ধরে ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ আহবায়ক কমিটি দিয়ে চলছে। সময়মত কমিটি পূর্নগঠন না হওয়ায় ইউনিয়ন নেতারা উপজেলা নেতৃত্বে যেতে পারেননি। ওয়ার্ড নেতারা ইউনিয়ন নেতৃত্বে যেতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কাংখিত নেতৃত্বে পৌঁছতে না পেরে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অভিমান তৈরি হয়েছে। অভিমান থেকে ও জীবিকার তাগিদে গত কয়েকমাসে লালমাই উপজেলা থেকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী প্রবাসে চলে গেছেন।

তাদের মধ্যে একজন হলেন বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্নাতক (অনার্স) ডিগ্রীধারী মোশারফ হোসাঈন। তিনি একই শাখার পরবর্তী কমিটির সভাপতি প্রার্থী ছিলেন। কিছুদিন পূর্বে অর্থমন্ত্রনালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি প্রার্থী হয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু চাকরি তার ভাগ্যে জোটেনি। কমিটি পূর্নগঠন না হওয়ায় ও চাকরি না পাওয়ায় অভিমান করে তিনি গত ৪ ফেব্রুয়ারি সৌদি আরবে চলে গেছেন। একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পারভেজও সৌদি আরব চলে গেছেন।
গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল বাশার শান্তও প্রবাসে চলে গেছেন। অথচ ওই ইউনিয়ন ছাত্রলীগের পরবর্তী কমিটিতে তিনি সভাপতি পদে প্রার্থী ছিলেন। ওয়ার্ড পর্যায়ে তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল। পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদ। কার্যকরি কমিটিতে নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জানান দিতে প্রতিটি ওয়ার্ডে গত একবছরে অনেক দৌঁড়ঝাপ দিয়েছেন। জুনিয়রদের মধ্যে তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল। কিন্তু তিন মাসের আহবায়ক কমিটি এক বছর পরও কার্যকরি কমিটির পথে হাটতে না পারায় অভিমান করে সেও দুবাই চলে গেছেন। বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৮নং (উত্তর দৌলতপুর) ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি রাজু খান পরবর্তী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও ইউনিয়ন কমিটি পূর্নগঠন না হওয়ায় গত মাসে তিনি দুবাই চলে গেছেন। এছাড়া ভুলইন উত্তর ইউনিয়নের ৩জন ওয়ার্ড পর্যায়ের নেতাসহ উপজেলার প্রায় অর্ধশত নেতাকর্মী গত দুই তিন মাসে প্রবাসে গেছেন।