প্রবাসী কালাম মজুমদারের অক্সিজেন সেবা

ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম

190

লালমাই বার্তা ডেস্ক।। করোনার ভয়াবহতার উপলব্ধি থেকে নিজের এলাকাবাসীকে অক্সিজেন সেবা দিতে লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের কাঁছিয়াপুকুরিয়া গ্রামের বাহরাইন প্রবাসী ওমর ফারুক কয়েকদিন পূর্বে ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম নামে একটি ফেসবুক গ্রুপ চালু করেন। চাকরির পাশাপাশি তিনি নিজেই গ্রুপটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন। গ্রুপের অক্সিজেন সেবা কার্যক্রমের সার্বিক তত্বাবধানে রয়েছেন ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রধান হিসাব সহকারি কবির হোসেন মজুমদার ও প্রভাষক আমান উল্যাহ আমান। স্বেচ্ছাসেবী গ্রুপটির পাশে দাঁড়িয়েছেন ভুশ্চি অঞ্চলের প্রবাসী, চাকরিজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদারসহ অনেকেই নগদ অর্থ সহায়তা করেছেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক কে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

কোভিড-১৯ অতিমারিকালে ভুশ্চিবাসীকে অক্সিজেন সেবা দিতে এগিয়ে এসেছেন ভুলইন দক্ষিণ ইউনিয়নের গোষাইপুষ্করণী গ্রামের আলহাজ্ব আবদুল করিম মজুমদারের ছেলে বাহরাইনস্থ ব্যবসায়ী কালাম মজুমদার জামাল। তিনি নিজ অর্থায়নে ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম-এ ৬টি অক্সিজেন সিলিন্ডার দান করেন। গত ২৯ জুলাই সন্ধ্যায় তাঁর বাবা আবদুল করিম মজুমদার ৬টি সিলিন্ডার বাবদ নগদ ১লক্ষ টাকা ভুশ্চি অক্সিজেন হোম এর তত্বাবধায়ক কবির হোসেন মজুমদার ও আমান উল্যাহ আমানের কাছে হস্তান্তর করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।