সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে ইউনিয়নের জাফরপুর গ্রামস্থ ফসলি মাঠের ৮০ শতক জমির বোরো ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। ছাত্রলীগের এমন মানবিক ও সেবামূলক উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
উপকারভোগী কৃষক রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটার জন্য কোন শ্রমিক পাচ্ছিলাম না । মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে। এমন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সবগুলো জমির ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছেন।
পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বলেন, করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের কৃষি শ্রমিক না আসায় এলাকার কৃষকরা বিপাকে পড়ে। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে একাধিক কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।