নাফিউ জামান: ফিরোজ মাহমুদ রনি পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক থেকে অব্যাহতি নেওয়ায় ও ১নং যুগ্ম আহবায়ক প্রবাসে অবস্থান করায় তৃণমূল ছাত্রলীগ কর্মীদের অভিভাবক, ২নং যুগ্ম আহবায়ক শিমুল বড়ুয়া কে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৪ জুন বিকালে লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ১৯ মে পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফিরোজ মাহমুদ রনি বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক (৫ এর ‘ক’ ও ‘গ’ উপধারা) দায়িত্ব পালনের বিধি না থাকায় এবং নবীনদের পথ সুগম করে দিতে অব্যাহতি চেয়ে লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে সফলভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্যকরি গঠন করেছেন।
আবেদনের প্রেক্ষিতে আহবায়ক কে অব্যাহতি প্রদান করে সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল ও নতুন কমিটি গঠন করার লক্ষ্যে পদ প্রত্যাশীদের নিকট থেকে সিভি আহবান করে গত ২১ মে প্রেস বিজ্ঞপ্তি দেয় উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক সিভিও জমা হয় উপজেলা ছাত্রলীগের দপ্তরে। কমিটি গঠনের লক্ষ্যে গত ২৭ মে আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভার আয়োজনও হয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারনে কর্মীদের উপস্থিতি সত্তেও বর্ধিত সভাটি তাৎক্ষনিক ক্ষগিত ঘোষনা করে উপজেলা ছাত্রলীগ। উপজেলার অন্যান্য ইউনিয়নে সাংগঠনিক কর্মসূচির সিডিউল থাকায় পরবর্তীতে আর বর্ধিত সভা করা সম্ভব হয়নি। এদিকে আহবায়কের পদ শূণ্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়ে পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগ। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে স্থবিরতা দেখা দেয়।
এরই মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২৪ জুন বিকালে লালমাই উপজেলা ছাত্রলীগ ২নং যুগ্ম আহবায়ক শিমুল বড়ুয়া কে আহবায়কের দায়িত্ব দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জানতে চাইলে লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি সাংবাদিকদের জানান, আহবায়ক অব্যাহতি নেওয়ায় ও ১নং যুগ্ম আহবায়ক প্রবাসে থাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২নং যুগ্ম আহবায়ক শিমুল বড়ুয়া কে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যদের দায়িত্ব চলমান থাকবে। শীঘ্রই বর্ধিত সভা ও সম্মেলনের মাধ্যমে কার্যকরি কমিটি গঠন করা হবে।