পেরুল দক্ষিণ সংবাদদাতা ।। গত কয়েকদিনের বৃষ্টিতে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজের ধীরগতির কারনেই এই জলাবদ্ধতা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। গত ৩ জুলাই গ্রামবাসীর উদ্যোগে রানা বিল্ডার্সের বেকু ব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন জায়গা দিয়ে অস্থায়ীভাবে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫০ বছর ধরে পূর্ব পেরুল, হাাঁপানিয়া ও উৎসবপদুয়া গ্রামের একাংশের ফসলি জমির পানি অপসারিত হয়ে আসছে এম আর ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রীজ ও কুমিল্লা-নোয়াখালী সড়কের ব্রীজের নিচ দিয়ে। সড়কের পশ্চিম পাশ দিয়ে এই পানি ড্রেন হয়ে ডাকাতিয়া নদীতে যায়।
কিন্তু গত ৬/৭ মাস পূর্বে ফোর লেনের পেরুল অংশে উন্নয়ন কাজের শুরুতে ব্রীজ নির্মাণ ও সড়ক বর্ধিতকরণের কারনে পানির ড্রেনটি বন্ধ হয়ে যায়। কাজে ধীরগতি হওয়ায় ব্রীজের একাংশ সম্পন্ন হলেও অন্য অংশের কাজ হয়নি।
ব্রীজের নিচে বাঁধ ও ড্রেন বন্ধ থাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে ওই অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে অনেকের জমির ফসল ও মাছের ঘের পানিয়ে তলিয়ে যায়। কারও কারও বাড়ীর উঠোনে ও ঘরের মেঝেতে পানি উঠে। বিষয়টি নজরে আসায় লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পেরুল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বেলু, পূর্ব পেরুলের ওয়ার্ড মেম্বার মোস্তফা কামাল ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। ৩ জুলাই গ্রামবাসীর উপস্থিতিতে ব্যক্তিগত জমির উপর দিয়ে জনস্বার্থে অস্থায়ীভাবে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়।