পুলিশের দারোগা হলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

49

স্টাফ রিপোর্টার: সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’ এ পুলিশের দারোগা (উপ-পরিদর্শক) চরিত্রে অভিনয় করেছেন কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর গ্রামের অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মো: আলী আরশাদ এর ছেলে মো: জাহাঙ্গীর আলম। পেশায় তিনি একজন সাংবাদিক। পাশাপাশি তিনি একজন নাটক অভিনেতা ও নাট্যকার।


গত ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত টানা ৪দিন গাজীপুরের পূবাইল হাসনা হেনা স্পটে নাটকটির সুটিং চলে। নাটকটিতে জাহাঙ্গীর আলম ছাড়াও আরো অভিনয় করেছেন মীর সাব্বির, ডা. এজাজ, ফারুক আহম্মেদ, আরফান, সাজু খাদেম, আ খ ম হাসান, আব্দুল্লা রানা, মিলন ভট্র, শফিক খান দিলু, অলিউল হক রুমী, জাহের আলভী,
উর্মীলা, শ্রাবন্তী কর, নাদিয়া, নাবিলা, মিলি বাশার, হোসনেআরা পুতুল, রিমি করিম আরো অনেকে। নাটকটি জঃা তে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয়।
বাবার রেলওয়ের চাকুরীর সুবাদে সাংবাদিক জাহাঙ্গীর আলম আখাউড়া জংশন এর রেলওয়ে কোয়ার্টার এ থাকতেন। ১৯৮৬ সালের ১৬ই ডিসেম্বর তিনি প্রথম মঞ্চ নাটক করেন আখাউড়া রেলওয়ে ক্লাবে। পরে লাকসাম রেলওয়ে ক্লাব, লাকসাম পাইলট স্কুল মাঠ, নবাব ফয়জুননেছা সরকারি কলেজ, হরিশ্চর হাই স্কুল মাঠ, লালমাই উপজেলা অডিটরিয়াম, ঢাকা কমলাপুর স্টেশন, পারবতীপুর রেলওয়ে ক্লাব, ঢাকার বেইলী রোডস্থ মহিলা সমিতি ও গাইড হাউজ মঞ্চে এবং ঢাকার শিল্পকলা মঞ্চে নাটক করেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে মঞ্চ নাটক ও টিভি নাটকের সুটিং
করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এর নাটকে (এ) গ্রেডের শিল্পী ও বাংলাদেশ বেতারের নাটকের শিল্পী। তিনি স্কীপ্ট রাইটার ( নাট্যকার ), নাট্য অভিনেতা, নাটকের পরিচালক। তার রচিত ও অভিনীত কিছু নাটক বাংলাদেশ বেতার ও টেলিভিশনে প্রচার হয়।