স্টাফ রিপোর্টার ।। কুমিল্লার লাকসামে এক পল্লী চিকিৎসক ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিক্ষুদ্ধ এলাকাবাসী শারীরিক দূরত্ব বজায় রেখে লাকসাম–নাঙ্গলকোট সড়কে আজগরা ইউনিয়নের সুখতলায় এ মানববন্ধন করে। মানববন্ধনে গুজব রটনাকারী ফেইসবুকার সুখতলা গ্রামের ওমর ফারুকসহ তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুল হক বজলু, ইউনিয়ন যুবলীগ সহ–সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা এনায়েত হোসেন, ওয়ার্ড আ’লীগ সহ–সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।
এদিকে, মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওমর ফারুকসহ কয়েকজন মিলে দীর্ঘদিন যাবত এলাকার মানুষকে হয়রানী করে আসছে। গত শুক্রবার ওমর ফারুক ও তার সহযোগীরা এলাকার পল্লী চিকিৎসক আবদুস সালাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালায়। এতে প্রতিবাদ করলে ফারুক মিথ্যা মামলা দিয়ে পল্লী চিকিৎসক পরিবারকে হয়রানী করে আসছে।
মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ওই ফারুক শুধু পল্লী চিকিৎসকের পরিবার নয়; ফেইসবুক ব্যবহার করে এলাকার মানুষদের নানাভাবে মিথ্যা অপপ্রচার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।
error: এইগুলা ঠিক নাহ, অন্যের পোষ্ট চুরি করতে আসছেন!