পরতী সন্তান গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

201

 ভূলইন দক্ষিণ সংবাদদাতা ।।  ১০ এপ্রিল রোববার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী গ্রামে অন লাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন” আমরা সবাই পরতী সন্তান গ্রুপ ” প্রতি বছরের ন্যায় এ বছরও, পরতী গ্রাম ও আশ পাশের গ্রামের হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রায় দুই শতাধিক লোকদের মাঝে ৩০ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করেন।  আগামী ঈদেও ঈদ সামগ্রী বিতরণ করার প্রতিশ্রুতি রয়েছে সংগঠনটির । ইফতার সামগ্রী বিতরণ সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরতী সন্তান গ্রুফের প্রতিষ্ঠাতা এডমিন ইসমাইল হোসেন জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল খালেক মজুমদার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরতী ফাযিল ডিগ্রি মাদরাসার সচিব মাওঃ কাজী আব্দুল লতিফ, আলহাজ্ব রুহুল আমিন, সৌদি প্রবাসী মোঃ আব্দুস সাত্তার, আমরা সবাই পরতীর সন্তান গ্রুপের , এডমিন ও কার্যকরী পরিষদ সদস্য কাজী জাফর আহমেদ (রাজন), কার্যকরী পরিষদ সদস্য, মোঃ জসিম উদ্দিন, মোঃ মোবারক হোসেন, গ্রুপ সদস্য মোঃ আবুল হাসেম, মোঃ শাহজাহান, কাজিম উদ্দিন ফয়সাল, খলিলুর রহমান, আবু জাফর, কাজী শামিম, ও পরতী গ্রামের অনেক তরুন যুবক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনটির অন্যতম সংগঠক কাজী জাফর আহম্মদ রাজন। উল্লেখ্য চার বছর আগে ৩ এপ্রিল ২০১৭ পরতি গ্রামের প্রবাসীদের মধ্যে অন লাইন ভিত্তিক এ সংগঠন গড়ে তুলেন এ গ্রামের কিছু সৃজনশীল মেধাবী তরুণ।তারা গ্রামের মসজিদ মাদরাসা ও আকর্ষিক বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। লৌকিকতা মুক্ত সংগঠনটির অনুদানের ছোঁয়া প্রায় প্রতিটি মসজিদ মাদরাসা ও গ্রামের হতদরিদ্রের নিকট পৌঁছেছে। গ্রামবাসী প্রবাসীদের এমন উদ্যোগে উৎপুল্ল্য। এমন দানের ধারাবাহিকতা চলমান থাকবে এমন প্রত্যাশা সকলের। মানুষকে ছোট না করার প্রত্যয় নিয়ে গোপনে বাড়ি বাড়ি গিয়ে সকাল ৯টা থেকে দ্বি প্রহর অব্দি এ ইফতার সামগ্রী বিতরণ করেন, সংগঠনের দেশে অবস্থানরত সদস্যবৃন্দ। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে গ্রুপের সকল সন্মানিত সদস্যেদের জন্য, বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে নিরাপদ এবং এই অনুদানে সর্বাত্মক সহযোগীতা কারীদের জন্য দোয়া কামনা করা হয়।