পদুয়ার বাজারে রেলিশ বেকারির ২য় শো-রুম উদ্বোধন

99

সংবাদদাতা: ‘কাঁচা মরিচের রসগোল্লা’ তৈরি করে দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত ‘রেলিশ বেকারি এন্ড কনফেকশনারী’র পদুয়ার বাজার বিশ্বরোড শাখার ২য় শো রুমটি কান্দিরপাড় সড়কের পশ্চিম পাশে ইব্রাহিম টাওয়ারের নিচ তলায় শুরু হয়েছে। ৭ জুন (মঙ্গলবার) দুপুরে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে শো-রুমের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পরে রেলিশের পরিচালক মহসিন হোসেন শো-রুমের বিক্রয় কর্মীদের নিয়ে একটি কেক কাটেন। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন আল মামুন খন্দকার, মাসুদ খন্দকার, মুফতি ওমর ফারুকসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।