স্টাফ রিপোর্টার ।। সফলতার ৪র্থ বর্ষ শেষ করে ৫ম বর্ষে পর্দাপন করেছে লালমাই উপজেলার প্রথম সংগঠন লালমাই উপজেলা ক্লাব (লালমাই ক্লাব)। করোনার কারনে বর্ষপূর্তি অনুষ্ঠান করতে না পারলেও সংগঠনটির পক্ষ থেকে সামাজিক কর্মকান্ড চলমান রয়েছে। ২১ মার্চ রবিবার লালমাই থানা পুলিশ কর্তৃক আয়োজিত মাস্ক বিতরণ ও ক্যাম্পেইনেও সংগঠনটির সক্রিয় ভুমিকা দৃশ্যমান। গত এক বছরে করোনা প্রতিরোধে সংগঠনটি একাধিক সেমিনার করেছে। বাগমারা বাজারে মাস্ক বিতরণ করেছে। করোনা আক্রান্তদের পরীক্ষা করাতে সহায়তা করেছে। সরকারি অনুদানের পাশাপাশি অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা করেছে। করোনা টীকার প্রথম ডোজ গ্রহনে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেছে। সামাজিক সংগঠন উদ্দীপনকে সাথে নিয়ে প্রতি বছর বর্ষাকালে বাগমারা বাজারে পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন লালমাই উপজেলা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু। ২০১৭ সালের শেষের দিকে লালমাই উপজেলার ক্লাবের সদস্যরাই নিজ উদ্যোগে বাগমারা বাজারসহ লালমাই উপজেলার বিভিন্ন সাইনবোর্ডে উপজেলার নাম সদর দক্ষিণ মুছে লালমাই লিখে দেয়।
উল্লেখ্য ২০১৭ সালের ২৬ মার্চ সততা, একতা, আধুনিকতায় ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে একঝাঁক তরুণ ও মেধাবীকে নিয়ে লালমাই উপজেলা ক্লাব (লালমাই ক্লাব) প্রতিষ্ঠা করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক, লালমাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাজী কামরুল হাসান ভ্ট্টুু।
প্রতিষ্ঠার প্রথম বছরেই সংগঠনটির কর্মকান্ডে সন্তোষ্ট হয়ে কুমিল্লা-১০ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি সংগঠনের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং যে কোন প্রয়োজনে সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গত কয়েক বছরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর বড় ভাই এমএ হামিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলার সাবেক ইউএনও কেএম ইয়াসির আরাফাত, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আকতার হোসেন পারভেজ প্রমুখ।