নিটল ইন্সুরেন্সের ডিএমডি হলেন লালমাইয়ের ওয়াহিদ মজুমদার

107

স্টাফ রিপোর্টার: এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর থেকে পদোন্নতি পেয়ে নিটল ইন্সুরেন্স কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হয়েছেন লালমাই উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ওয়াহিদ উর রহমান (ওয়াহিদ মজুমদার)। তিনি লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের মরহুম আনা মিয়া মজুমদারের ছেলে। গত ২০ মে তিনি এই পদোন্নতির চিঠি গ্রহন করেন। ২০০৮ সালে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী তে তিনি জিএম পদে যোগদান করেন। পদোন্নতি পাওয়ায় নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিটল ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান এ কে এম মনিরুল হক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিমসহ কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজের এই সফলতার জন্য পরিবার, বন্ধু বান্ধব, আতœীয় স্বজন ও এলাকার মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি ঢ়াকাসহ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথেও সম্পৃক্ত রয়েছেন।