স্টাফ রিপোর্টার ।। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চৌকনন্দী গ্রামের রক্তমানব আবদুর রহিম রিপন (২৫)। ১৪ আগস্ট শুক্রবার বিকাল ৪.৩০টায় কক্সবাজারের উখিয়া সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। পরদিন শনিবার সকাল ১০.৩০টায় বিরাহিমপুর ইদগাহ মাঠে জামাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা’র নামাজে পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার ছাড়াও এলাকার গণ্যমাণ্য ও তরুণরা উপস্থিত ছিলেন। রক্তমানব রিপন ইউটিল্যাব কোম্পানীর কক্সবাজার জেলার রামু অঞ্চলের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা ও কর্মজীবনের এই স্বল্প সময়ে তিনি রক্ত নিয়ে কাজ করেছেন। জরুরী প্রয়োজনে যে কারও রক্তের প্রয়োজনে তিনি পাশে দাঁড়াতেন। নিজেও প্রতি চার মাস অন্তর অন্তর রক্ত দিতেন। সর্বশেষ গত ১৫ জুন কক্সবাজারে একজন অসুস্থ রোগী তিনি রক্ত দেন।
রক্ত নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘উদ্দীপন’র প্রতিষ্ঠাতা ইউনিভার্সেল কামাল ও তরুণ আলোড়ন উন্নয়ন সংঘ’র সভাপতি শামীম চৌধুরী সোহাগ রক্তমানব মরহুম আবদুর রহিম রিপনের মাগফেরাত কামনায় লালমাইবাসীর দোয়া চেয়েছেন।