নাঙ্গলকোটে আগুনে ভষ্মিভূত দুই দোকান

305

কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আগুনে একটি মুদির ও একটি মোরগীর দোকান গেছে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক উপজেলার আদ্রা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খুরশীদ মজুমদার বলেন, ‘আমি বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দোকানে আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’ এছাড়াও আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মোরগী ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ মজুমদার।