পেরুল দক্ষিণ সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ উত্তরপাড়া জামে মসজিদের তিন তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত মসজিদটি নির্মাণে মুসল্লিদের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ডাক বিভাগের কর্মকর্তা কামাল হোসেন ও সেক্রেটারী ইকবাল হোসেন (আর্মি ইকবাল)। ইতিমধ্যে লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম ভেলুসহ কয়েকজন আর্থিক সহায়তা করেছেন। মসজিদ সংলগ্ন হাজী বাড়ীর প্রবাসীরাও মসজিদের উন্নয়নে সহযোগিতা করছেন। মসজিদটির উন্নয়ন কাজ শেষ করতে আরো অন্তত ২০লক্ষ টাকা প্রয়োজন। মসজিদের উন্নয়ন কাজে আর্থিক সহায়তা করতে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭৩৯৪৬৭৪৮০ (সেক্রেটারী)। আল আরাফাহ ইসলামি ব্যাংক, কুমিল্লা শাখায় মসজিদের হিসাব নম্বর -৯৯০১১৮২৯২৩০০৭।