রিয়াজ উদ্দীন ।। সরকারি নির্দেশনা অমান্য করায় লালমাই উপজেলার বাগমারা বাজারের ৪জন ব্যবসায়ী ও ২জন কাস্টমারকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। ১৮ মে বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত কে দণ্ডাদেশ দেন।
সরকারি নিষেধাঙ্গার কারনে সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মুদি, তরকারি, মাছ ও মাংস দোকান ছাড়া উপজেলার অন্য সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ছিল। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বাগমারা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ক্রয় বিক্রয় করছিল।
খবর পেয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করায় আজমীর ক্লথ স্টোর কে ২০ হাজার টাকা, আল আরফিন টেইলার্স কে ৫ হাজার টাকা, নিউ ফ্যাশন টেইলার্স কে ১০ হাজার টাকা, অঙ্গসাজ টেইলার্স কে ৫ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা মো: ছাদেক কে ২ হাজার টাকা ও মো: কামরুল কে ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। প্রসিকিউশনে সহায়তা করেন লালমাই থানা পুলিশ।