দেবিদ্বারে ডা. ফেরদৌসের নেতৃত্বে ব্যতিক্রমী শোক র‍্যালি

21

কুমিল্লা প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে ‘মানবিক চিকিৎসক খ্যাত’ ডা.ফেরদৌস খন্দকারের নেতৃত্বে ব্যতিক্রমী বিশাল শোক র্যালি বের করা হয়েছে। বুুধবার (১৬ আগস্ট) সকাল ৯ টায় দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম হতে দুই সহস্রাধিক নেতাকর্মীকে নিয়ে শোক র্যালি বের করে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের নেতৃত্বে র্যালিতে সকলের পরণে থাকা টি-শার্টে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি, হাতে কালো পতাকা, মাথায় কালো টুপি আর বাহুতে ছিলো শোকের চিহ্ন কালো ফিতা।

দুই হাজারের বেশি নেতাকর্মীরা মৌন শোক র্যালিটি যখন দেবিদ্বার উপজেলা সদর প্রদিক্ষণ করছিল- তখন দেখে মনে হয়েছে যেন এক শোকের সমুদ্র নিঃশব্দ বয়ে চলেছে পুরো এলাকা জুড়ে। উপজেলার ভানি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সি। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ফেরদৌস খন্দকার বলেন, বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন ছিলো বাঙালির অধিকার প্রতিষ্ঠা। তিনি আমাদেরকে দেশ দিয়েছেন। আমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগকির হিসেবে বাঁচার স্বাধীন ভূখণ্ড দিয়েছেন তিনি। কিন্তু যেই বঙ্গবন্ধুকে পাকিস্তানি হানাদাররা হত্যার সাহস করেনি; সেই বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলায় সপরিবারে খুন করেছে ঘাতকেরা। ভাগ্যক্রমে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় সেদিন বেঁচে গিয়েছিলেন। ঘাতকেরা বঙ্গবন্ধুকে কেড়ে নিলেও তাঁর আদর্শকে কেড়ে নিতে পারেনি।

আমাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ চিরবহমান থাকবে। ফেরদৌস খন্দকার আরো বলেন, আসুন আজকে আমরা ওয়াদা করি আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে এক সঙ্গে কাজ করবো। তাহলেই আমরা চুড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাবো। আমরা বিজয় না নিয়ে ঘরে ফিরবো না। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমীকলীগের সভাপতি শাহিনুর আক্তার লিপি, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। শোক র্যালিতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। প্রসঙ্গত, ডা.ফেরদৌস খন্দকার এরই মধ্যে নিজের উপজেলা দেবিদ্বারের প্রতিটি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।