রিয়াজ উদ্দিন।। ১৯৮৫ থেকে ২০১৫। দীর্ঘ এই ৩১ বছরে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের তুলাতুলী বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ছড়িয়ে পড়েছেন কর্মজীবনের নানা ক্ষেত্রে। আদর্শ ও সুন্দর জীবনের স্বপ্ন দেখার শুরু যে বিদ্যালয় চত্বরে, সেখানেই পুরোনো শিক্ষার্থীদের একত্র করতে পুনর্মিলনীর উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়টির ১৯৯৮,১৯৯৯, ২০০০ ও ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এ উপলক্ষে সমাপনী ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রী ফাতেমা নূর সোনিয়া ফেসবুকে ‘পুনর্মিলনী তুলাতুলী বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি গ্রুপ খুলেছেন। এরইমধ্যে গ্রুপে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই যোগদান করছেন। গ্রুপের সদস্যরা ব্যাচ ভিত্তিক ইউনিটিও গড়ে তুলছেন। গত ২১ জানুয়ারি পুনর্মিলনীর ১ম প্রস্তুতি সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মাষ্টার মোখলেছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় র্ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন গ্রুপ এডমিন ফাতেমা নুর সোনিয়া। সভায় উপস্থিত হয়ে পরামর্শ দিয়েছেন বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীরা।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি বাবদ প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থী কে এক হাজার টাকা পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে-মানিক হোসেন (০১৭২২১৭১৫৯০), রিয়াদ মাইফুল উদ্দিন (০১৭৭২২০৪৭৫৭), ইমরান (০১৬৭৪২৮৮৫৪৭), হেদায়েত ইসলাম বাদশা (০১৬৭১১০৮৫০৪), ইমরান মজুমদার (০১৭১৫৭০৬৭৫৯)।
পুনর্মিলনীর উদ্যোক্তা ও গ্রুপ এডমিন ফাতেমা নুর সোনিয়া বলেন, তুলাতুলী বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শিমুল মজুমদার কে পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক করা হয়েছে। ইনশাল্লাহ আগামী ঈদুল আযহার পরপরই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।