স্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবু তাহের মজুমদারের ৫ম মৃত্যু বার্ষিকী ২৮ মে (শনিবার) লালমাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে।
ওইদিন প্রিয় নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে লালমাই উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতারা মরহুমের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন ও কবর জেয়ারত করেন।
শনিবার সকালে আশকামতায় মরহুমের স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় র্ভাচ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মানিত আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।
লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্যাহ’র সঞ্চালনায় স্মৃতিচারণ করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, মোঃ আবদুল মালেক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন, ঢাকাস্থ লালমাই সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদ মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সওদাগর, ভুলইন উত্তরের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, ভুলইন দক্ষিণের সাবেক চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার,বেলঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মনু পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ হারুনুর রশিদ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভুলইন উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, বাকই উত্তর আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আক্তার হোসেন পারভেজ, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।
উল্লেখ্য আবু তাহের মজুমদার ১৯৫৪ সালে লালমাই উপজেলার (সাবেক কুমিল্লা সদর দক্ষিণ) বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের কৃষক মরহুম আশ্রাফ আলী মজুমদারের ঘরে জন্মগ্রহন করেন। ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্রলীগে সম্পৃক্ত হয়ে পড়েন। এরপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে সাবেক এমপি মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার’র হাত ধরে তিনি জেলা ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে ছাত্রলীগের কর্মীবাহিনীদের নিয়ে দেশ স্বাধীনের আন্দোলন তথা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পর ১৯৭৪ সালে তাকে সাব ডিভিশন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৭ সালে তাকে বৃহত্তর বাগমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। টানা ২৮ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতার পর ২০০৫ সালের ৬ মে সম্মেলনের মাধ্যমে তাকে বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৬ সালের ৬ আগষ্ট সম্মেলনের মাধ্যমে আবু তাহের মজুমদার কে ২য় বারের মত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। তাছাড়া ২০১১ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত বাগমারা দক্ষিণ ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৬ সালে ৪ জুন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৭ সালের ২৮ মে রবিবার ভোর ৬.৪০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিও তে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা তথা লালমাই অঞ্চলের আওয়ামী নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল।