স্টাফ রিপোর্টার ।। ঢাকা বারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, ভাবকপাড়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের ৪র্থ ছেলে এডভোকেট মো. মহিদ উদ্দিন মহিন। তার ব্যালট নং ছিল ১১। প্রাপ্ত ভোট ৪ হাজার ১শত ৮৫। তিনি বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান, লন্ডন প্রবাসী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই।
উল্লেখ্য এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আব্দুল বাতেন সভাপতি এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের খন্দকার মো. হযরত আলী সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকার মহানগর পিপি আব্দুল্লাহ আবু স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামী সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫ জন নিরঙ্কুশ জয়ী হয়েছে। আর সাধারণ সম্পাদকসহ ৮ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট প্রদান করেন।।