স্টাফ রিপোর্টার : ড্রেজার দিয়ে ডাকাতিয়া নদী খননের নামে মাটি বিক্রি এবং নদীর দু’পাশের ফসলি জমি ও বাড়ী ঘরের ভাঙ্গন রোধে নদীর পাড়ে মানববন্ধন করেছে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল , সমেষপুর, দুপচর গ্রামবাসী। গত ২৫ মার্চ অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করেছে ওই তিন গ্রামের শতাধিক পরিবার।
এর আগে গত ২৩ মার্চ ড্রেজিং প্রকল্প ও মাটি বিক্রি বন্ধে যথাযথ উদ্যোগ নিতে মুহা. শহীদুল আলম, শাহ আলম, হালিম ও হানিফ নামের ক্ষতিগ্রস্থ ৪জন ব্যক্তি বাদী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কুমিল্লা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রকল্পের ঠিকাদার ফারুক চৌধুরী ও মহব্বত আলীসহকয়েকজন ডাকাতিয়া নদী ড্রেজার দিয়ে খনন করে মাটি বিক্রি করছে, যা অবৈধ। আবেদনে মাটি ক্রেতা হিসেবে রফিকুল ইসলাম, মোবারক হোসেন, মোশারফ হোসেন, ধীরেন্দ্র দাস, উত্তম চন্দ্র দাস ও মিনতী দাস নামে ৬জনের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে। আবেদনের অনুলিপি পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে প্রেরণ করা হয়েছে।