কাজী নিমেল: ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুমিল্লার লালমাইয়ে যাত্রা করেছে ‘লালমাই ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’। শনিবার (১২ আগষ্ট) দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে ডায়াবেটিক হসপিটালটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আমার নিজ উপজেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসায় হসপিটালটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মানুষের দু:খকে সুখে পরিণত করতে পারলেই হসপিটালটির সফলতা আসবে। ডায়াবেটিক রোগীদের উচিত স্বাস্থ্য বিধি মেনে চলা।
মন্ত্রী আরো বলেন, অসুস্থতার কারনে আমি এলাকায় আসতে পারিনি। আপনারা আমাকে ভুল বুঝবেন না। এলাকার যে কোন উন্নয়নে আপনারা আমাকে পাশে পাবেন। আমার জন্য দোয়া করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হ্যাপি আক্তার, স্থানীয় বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।
লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক মুন্সি, ফ্রান্স প্রবাসী আলমগীর হোসেন অপু, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের সেক্রেটারী মনির হোসেন, প্রকল্প পরিচালক এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট জাহাঙ্গীর আলম, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, ডা: কাউসার আহমেদ জুয়েল, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসেন প্রমুখ।