জয়শ্রী-দোশারীচোঁ কাঁচা সড়কের বেহাল দশা

425

স্টাফ রিপোর্টার  ।।   লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সকল গ্রামীণ কাঁচা সড়ক কাঁদা পনিতে ছয়লাব হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব রাস্তার পাশ্ববর্তী মানুষের করুণ অবস্থা দেখার কেউ নেই। জনদূর্ভোগ কমাতে যতদ্রুত সম্ভব সড়কগুলো পাকাকরণের উদ্যোগ নিতে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভোক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন বিজরা-হাজীপুর সড়ক ও পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ উত্তরপাড়া মসজিদ সংলগ্ন কাঁচা সড়কের বেহাল দশা। সড়ক গুলোতে চলাচলকারী এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই।

জয়শ্রী কাঁচা সড়ক দিয়ে বিজরা স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী সহস্রাধিক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সড়কটি ব্যবহার করে জয়শ্রীসহ কয়েক গ্রামের ৫ সহ¯্রাধিক মানুষকে বিজরা বাজারে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য নিয়মিত যেতে হয়। তাছাড়া কাঁচা সড়কটি দিয়েই ইউনিয়নবাসীকে জয়শ্রী স্বাস্থ্য কেন্দ্র ও পোস্ট অফিসে যেতে হয়।

ওই সড়কে চলাচলকারী পলাশ সিংহ বলেন, গত ১২ জুলাই সড়কটি পাকা করণের দাবীতে আমি এলাকাবাসীর পক্ষে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে আবেদন করেছি। কিন্তু সড়কটি পাঁকাকরণে কোন প্রদক্ষেপ চোখে পড়ছে না।

দোশারীচোঁ উত্তর পাড়া মসজিদ সংলগ্ন কাঁচা সড়কটি পাকাকরণের দাবী দীর্ঘদিনের। শাসনপাড় ও দোশারীচোঁ গ্রামের লোকজন দ্রুততম সময়ে লাকসাম যাতায়াতে সড়কটি ব্যবহার করে। তাছাড়া দোশারীচোঁ উত্তর পাড়ার প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের কাঁদা মিশ্রিত সড়ক দিয়েই চলাচল করতে হয়। গ্রামবাসীর পক্ষে মাষ্টার অহিদুর রহমান যতদ্রুত সম্ভব সড়কটি পাঁকা করতে মাননীয় অর্থমন্ত্রী ও উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।