রিয়াজ উদ্দিন।। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ বিকালে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক ইব্রাহিম খলিল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারওয়ার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন। ছোট শরীফপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সদস্য সচিব প্রভাষক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী, সহকারি শিক্ষক মাসুদুর রহমান, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মজুমদার, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে চেয়ার খেলায় প্রথম হয়েছেন ২০১৬ ব্যাচের মরিয়ম, ২য় হয়েছেন ২০১৯ ব্যাচের সানজিদা ও ৩য় হয়েছেন ২০২০ ব্যাচের তানিয়া। রশি টানাটানিতে ইউপি মেম্বার আউয়ালের নেতৃত্বে বিজয়ী হয়েছেন বিবাহিতরা। পাতিল ভাঙ্গা খেলায় কেউ বিজয়ী হতে পারেননি।