রিয়াজ উদ্দিন।। ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় পুণর্মিলণী-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক ইব্রাহিম খলিল মজুমদার ও সদস্য সচিব প্রভাষক আমান উল্যাহ আমান কমিটি গুলো অনুমোদন করেন।
প্রথমেই রেজিষ্ট্রেশন উপ-কমিটি গঠন করা হয়েছে। ছোট শরীফপুর ডিগ্রী কলেজের কর্মকর্তা হুমায়ুন কবির মজুমদার কে আহবায়ক ও ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক শাহজাহান কে সদস্য সচিব করা হয়েছে।
রিইউনিয়ন প্রচার উপ-কমিটিতে ২০০২ ব্যাচের শিক্ষার্থী জসীম উদ্দিন শাওন আহবায়ক ও ২০০০ ব্যাচের শিক্ষার্থী মামুনুর রশিদ কে সদস্য সচিব করা হয়েছে। রিইউনিয়ন অর্থ উপ-কমিটিতে ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন কে আহবায়ক ও ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী সাবেক যুবলীগ নেতা ফরিদ আহমেদ কে সদস্য সচিব করা হয়েছে। স্মরণিকা প্রকাশনা উপ-কমিটিতে ড. জাফর আহমেদ কে আহবায়ক ও মোঃ মফিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে গত ১মার্চ থেকে পুণর্মিলণী-২০২১ এর অন লাইন ও অপ লাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সর্বসম্মতিক্রমে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে-১৯৬৫ থেকে ২০০৯ ব্যাচ ৫শ টাকা, ২০১০ থেকে ২০১৪ ব্যাচ ৩শ টাকা, ২০১৫ থেকে ২০২০ ব্যাচ ২শ টাকা। পরিবারের সদস্য ও অন্যান্য ক্ষেত্রে ১৯৬৫ থেকে ২০০৯ ব্যাচ ৩শ টাকা, ২০১০ থেকে ২০১৪ ব্যাচ ২শ টাকা ও ২০১৫ থেকে ২০২০ ব্যাচ ১শ ৫০ টাকা। যারা ২৩ মার্চের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে, তাদের জন্য ২৭ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকছে লটারি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ।
উল্লেখ্য ২৭ মার্চ বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা, চেয়ার সিটিং (নারীদের) এবং আধুনিক ও দেশাত্মবোধক গান অনুষ্ঠিত হবে। আর লটারীতে ১ম, ২য় ও ৩য় পুরষ্কার ১টি করে আয়রন, ৪র্থ ও ৫ম পুরষ্কার ১টি করে হটপট, ৬ষ্ঠ থেকে ২৫তম বিজয়ীর জন্য রয়েছে ১টি করে আর্কষনীয় পুরষ্কার।