ছাত্রলীগের কমিটি নিয়ে বাগমারায় উপজেলা আ.লীগের প্রস্তুতি বৈঠক

207

স্টাফ রিপোর্টার ।। উপজেলা গঠনের পৌনে ৪বছরেও লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হয়নি। অভ্যন্তরীন দ্বন্ধের জেরে গত দু’বছরে ৩দফায় উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ হলেও কমিটি ঘোষিত হয়নি। উপজেলার ৯টি ইউনিয়ন, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ও ৮১টি ওয়ার্ড কমিটির মেয়াদও উত্তীর্ণ। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির নির্দেশে ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১৬ জানুয়ারি শনিবার বিকালে বাগমারা বাজারস্থ লালমাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ার উল্যাহ, ইব্রাহিম খলিল মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুইয়া, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক, বাগমারা দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, বাগমারা উত্তর আওয়ামীলীগের সভাপতি সামছুল হক মুন্সী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আকতার হোসেন পারভেজ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান ভ্ট্টুু, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রাব্বিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ অহিদুর রহমান মাছুম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল হান্নান মিয়াজী, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাছির মির্জা, বেলঘর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি আবদুল আউয়াল মিনহাজ মিয়াজী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ প্রভাষক আমান উল্যাহ আমান, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের শাহ পরান, বেলঘর উত্তরের ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, ভুলইন উত্তর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান।