চৌদ্দগ্রাম করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬টি সিলিং ফ্যান হস্তান্তর

385

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।   কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ৬টি সিলিং ফ্যান হস্তান্তর করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমানের নিকট সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল এখলাছ প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর ও চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল-১ এর ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম কিবরিয়া টিপু, ডাঃ মেজবাহ উদ্দিন, প্রবাসী মোঃ হাসান, ফরহাদ হোসেন ও সিএইচসিপি মোঃ হারুন। সিলিং ফ্যান গ্রহণ করে দাতা জহিরুল ইসলামকে ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।