চৌদ্দগ্রামে যমুনা বাসের চালক ও শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

312
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ।। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির পক্ষ থেকে কুমিল্লা-ফেনী রুটের যমুনা বাসের ১৯৯ জন চালক ও শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কালিরবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। যমুনা বাস মালিক সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ট্যাগ অফিসার ডাঃ মজিবুর রহমান, যমুনা বাস মালিক সমিতির নেতা মহি উদ্দিন, ক্যাশিয়ার আবদুস সোবহান, বাস মালিক আবদুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন।
ত্রাণ পেয়ে বাস চালক ও শ্রমিকরা মুজিবুল হক এমপির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।