চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রয়াস মানব কল্যান সংঘের উদ্যোগে সাত গ্রামের ৩২০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা, ঘোষতল, চরপাড়া, ডিমাতলী, সাহেবনগর, জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া ও কেছকিমুড়া গ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি চাউল, ডাল, তেল, ছোলা, চিনি ও আলু দেয়া হয়। এছাড়াও সংগঠনের উদ্যোগে চিওড়া রাস্তার মাথায় একদিনের জন্য ফ্রি সবজি বাজার ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মহসিন, সাংগঠনিক সম্পাদক মহসিন, প্রয়াস মানব কল্যাণ সংঘের উপদেষ্টা আবুল কালাম, মোঃ সোহেল, কামরুদ্দিন মিলন, বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ বেলাল, মিলন, সাজু ও আবু তাহেরের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবারের ন্যায় এবারও করোনা মহামারীর সময় প্রবাসীদের দেয়া অর্থায়নে ৩২০ গরীব এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে গরীব ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা।