চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের (তাকাফুল এখলাস) উদ্যোগে ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রকল্প প্রধান (তাকাফুল এখলাস) মোঃ মোসলেহ উদ্দিন। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (তাকাফুল এখলাস) চৌদ্দগ্রাম শাখা জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খালিদ বিন সাঈদ, এজিএম উম্মে ওয়ারা ইতি, চৌদ্দগ্রাম শাখার ডিজিএম আবদুর কাদের, কামরুল আলম ভূঁইয়া, এজিএম আবুল হাসেম, ছালেহা বেগম, ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, ইউএম ফাতেমা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, , ফরিদা, আয়েশা আক্তার, , মোঃ ইমতিয়াজ, ও কোহিনুর প্রমুখ।