রিয়াজ উদ্দিনঃ ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী মোঃ আবদুল খালেক প্রতিষ্ঠিত ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত (কুমিল্লা-১০১১/২০০০) সংগঠন ‘গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা’ কর্তৃক ২২ জুলাই (শুক্রবার) বিকালে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, হুইল চেয়ার, টিউবয়েল ও স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা‘র নির্বাহী সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক আবদুল জলিল, সমাজসেবিকা সৈয়দা সাফায়েতের নেছা, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমান উল্যাহ।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবদুর রশিদ, আমিনুল ইসলাম, মোঃ ফারুক, নুরুন্নাহার ও শাকিরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে একজন প্রতিবন্ধী কে ১টি হুইল চেয়ার, সংগঠনটির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত একজন নারী কে ১ টি সেলাই মেশিন, অস্বচ্ছল পরিবারের মাঝে ১ টি টিউবয়েল ও স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়।
পরে স্থানীয় মাতাইনকোট গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ শাহজাহান সাগরকে সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিরা।