কয়েলের আগুনে নিমিষেই ছোট খামারির স্বপ্ন ভঙ্গ

108

ইমাম হোসেন : লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের আমির হোসেন ভাগ্য বদলের আশায় ফার্মেসী দোকানের চাকুরীর পাশাপাশি দুইটি গরু ও একটি বাছুর নিয়ে বাণিজ্যিকভাবে ছোট্ট একটা খামার করেন দুই বছর আগে। দুইটি গরু নিয়ে ভালই চলছিলো খামার। গরু দু’টি সাত-আট মাসের গর্ভবতী। অনেক স্বপ্ন ছিল দুইটি গরুর মাধ্যমে সংসারের অনেক আয় উন্নতি করার। কিন্তু ২৭ মার্চ রাত ১টায় কয়েলের আগুনে তার তিনটি গরু সহ সম্পূর্ণ ঘরটিই পুড়ে ছাই হয়ে যায়। আমির হোসেনের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ের পরিবার। ছেলে মেয়ে সবাই পড়াশোনা করছে। তাদের পড়াশোনা ও পরিবারের অতিরিক্ত খরচ মিটানোর জন্যই তার ছোট খামারের পরিকল্পনা।
গত রবিবার আমির হেসেন তার ডিউটি শেষ করে রাত দশটায় বাড়ীতে যান। এগারোটার সময় গরুর ঘরে গরুকে মশার প্রকোপ থেকে বাঁচানোর জন্য একটি মশার কয়েল লাগিয়ে দেন। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙ্গে তখন তার গরু ঘরের সব-ই শেষ হয়ে যায়। তিনটি গরুসহ তার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয় । স্বপ্ন ছিল খামার মাধ্যমে পরিবারের সবার পড়ালেখা সহ সকল খরচ মিটিয়ে স্বাবলম্বী হবার। কিন্তু তার সকল স্বপ্ন গুলো মূহুর্তের মধ্যে ই শেষ হয়ে গেলো। এদিকে খবর পেয়ে পরদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব আলী। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনা দেন।